সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দেবদত্তর খিদিরপুর সড়ক নির্মাণে পাইলিং না করায় রাস্তার পাশ ধস 

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

দেবদত্তর খিদিরপুর সড়ক নির্মাণে পাইলিং না করায় রাস্তার পাশ ধস 

পাইলিং না করায় রাস্তার নির্মাণ কাজ চলমান অবস্থায় পাবনার আটঘরিয়ায় দেবোত্তর-খিদিরপুর সড়কের দেবোত্তর থেকে রাধাকান্তপুর ব্রিজ পর্যন্ত একাধিক স্থানে বর্ষণে রাস্তার পাশ ধসে যাচ্ছে। এছাড়াও কোন কোন স্থানে প্রশস্ততা কমে যাচ্ছে।

দেবোত্তর থেকে খিদিরপুর পর্যন্ত একাধিক স্থানে পুকুর ডোবায় পাইলিং না করে, প্রাচীর-ঘর না ভেঙে এবং একাধিক স্থানে বড় বড় গাছ না কেটে রাস্তার কাজ করা হচ্ছে ফলে বিভিন্ন স্থানে রাস্তার ধসসহ প্রশস্ততা কমে যাচ্ছে। এসব ব্যাপারে আগে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। 

বিশেষ করে রাধাকান্তপুর ব্রিজের পূর্বে পাশের নদীতে সামান্য কিছু জায়গায় পাইলিং করা হলেও তার সংলগ্ন পূর্ব পাশের অধিকাংশ ঢালু জায়গা ফাঁকা, নবাব আলীর পুকুরের সম্পূর্ণ ঢালু জায়গা, বাবুর ডোবা, বদির ডোবা, রজবের ডোবা ফাঁকা- এসব স্থানে পাইলিং না করে রাস্তার কাজ শেষ করা হচ্ছে। 

ফলে বৃষ্টির পানিতে রাস্তার পাশ ধসে যাচ্ছে। জরুরি ভিত্তিতে এসব স্থানে পাইলিং করা দরকার অন্যথায় যেকোনো মুহূর্তে রাস্তার পাশ ধসে যাবে।

টিএইচ